কাঁপল কাশ্মীর! গুলির লড়াইয়ে নিহত এক জেহাদি, আতঙ্কিত এলাকা

Monday, June 21 2021, 12:19 pm
কাঁপল কাশ্মীর! গুলির লড়াইয়ে নিহত এক জেহাদি, আতঙ্কিত এলাকা
highlightKey Highlights

গত মঙ্গলবার অর্থাৎ ১৫ই জুন, গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগরের নৌগাওঁ এলাকায় গোপন অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। সংশ্লিষ্ট এলাকায় জেহাদিদের থাকার খোঁজ পেয়ে ফৌজ, আধা সামরিক বাহিনী ও পুলিশের একটি যৌথদল অভিযান চালায় এবং ঐ এলাকা থেকে বাইরে যাওয়ার-ভেতরে আসার সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। ফলে শুরু হয় পুলিশ-জেহাদির গুলির লড়াই। প্রাণ হারিয়েছে ১ জন জঙ্গি, খোঁজ চলছে আরও ১ জন জঙ্গির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File