Germany | ভিড় বাজারের মধ্যে দিয়ে এলোপাথাড়ি ছুটল গাড়ি, জার্মানির ম্যানহেইমে SUV পিষ্ট হয়ে মৃত ১

Monday, March 3 2025, 4:16 pm
highlightKey Highlights

সোমবার জার্মানির ম্যানহেইম শহরে ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দেয় এক ব্যক্তি। গাড়ি চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক।


জঙ্গি হামলার কবলে জার্মানি। সোমবার জার্মানির ম্যানহেইম শহরে ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দেয় এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক SUV গাড়িটি শহরের প্যারাহাদেপ্লাজ় স্কোয়ার থেকে শহরের ল্যান্ডমার্ক জলের ট্যাঙ্কের পাশ দিয়ে যাচ্ছিল। আচমকা গাড়িটি তীব্র গতিতে ম্যানহেইমেরে বাজারের মধ্যে ঢুকে পরে। ওই এলাকায় প্রায় ৩ লাখ দোকান রয়েছে। সবসময় ভিড়ে জমজমাট থাকে এলাকাটি। গাড়ি চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File