রাজ্য

Howrah | হাওড়ায় গুলিবিদ্ধ খোদ পুলিশ অফিসার, গাড়িতে ঠায় বসে রহস্যময়ী মহিলা!

Howrah | হাওড়ায় গুলিবিদ্ধ খোদ পুলিশ অফিসার, গাড়িতে ঠায় বসে রহস্যময়ী মহিলা!
Key Highlights

হাওড়ায় গুলিবিদ্ধ হুগলি জেলার এক পুলিশ আধিকারিক। ঘটনার সময় ওই পুলিশ আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন।

রাজ্যে এবার গুলিবিদ্ধ খোদ ওসি! ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। বুধবার রাত ১১টা নাগাদ ব্যাঁটরার ঘোষপাড়া পেট্রল পাম্পের সামনে একটি নীল রঙা প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে ছিল। তাঁর ভেতরেই গুলি চলে। গাড়ির ভেতরে ছিলেন হুগলির চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল। তাঁর হাতে গুলি লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনার সময় গাড়ির ভেতরে একজন মহিলাও ছিলেন। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের অনুমান বিবাহবহির্ভুত সম্পর্কের জেরেই এই কান্ড ঘটেছে।