Shah Rukh Khan | বলিউড বাদশার বয়স বাড়লো! ৬০-এ পা দিলেন শাহরুখ, জন্মদিনে টিজার প্রকাশ ‘কিং’-এর

ফারহা খান, করণ জোহর, রানি মুখোপাধ্যায়-সহ বলিউডের ঘনিষ্ঠ তারকা সমাগমে হল এদিন শাহরুখের অন্দরমহলে জন্মদিনের সেলিব্রেশন।
আজ রবিবার, ২ নভেম্বর ষাট বছরে পা রাখলেন বলিউডের বাদশা শাহরুখ খান। অন্দরমহলে ফারহা খান, করণ জোহর, রানি মুখোপাধ্যায় সহ ঘনিষ্ট সেলিব্রেশন শেষে মন্নতের বাইরে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে হাত নাড়তে প্রস্তুত তিনি। সোশ্যাল মিডিয়া ভোরে যাচ্ছে "হ্যাপি বার্থ ডে কিং খান" মেসেজে। জন্মদিনের সাতসকালেই ভক্তদের অধীর অপেক্ষা সার্থক করে ‘কিং’ এর টিজার মুক্তি পেয়েছে। মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধার্থ আনন্দের এই বহুচর্চিত ছবির অ্যানাউন্সমেন্ট টিজার সাড়া ফেলেছে দর্শকমহলে। ষাটের কোঠায় অ্যাকশনে আরও পোক্ত শাহরুখ।
