রাজ্য

Howrah Fire | ভরসন্ধ্যায় চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাহত যান চলাচল

Howrah Fire | ভরসন্ধ্যায় চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাহত যান চলাচল
Key Highlights

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই ওই গাড়িটিতে আগুন লাগে।

শুক্রবার হাওড়া থেকে কলকাতাগামী গাড়িতে অগ্নিকান্ড। দমকল সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর উপরে ওঠার পরেই গাড়িটিতে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কোনোমতে নেমে আসেন গাড়ির চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুর্ঘটনার সময়ে গাড়িতে শুধুমাত্র চালক থাকায় কোনো হতাহতের খবর নেই। দুর্ঘটনার জেরে হাওড়া থেকে কলকাতাগামী লেনে যান চলাচল ব্যাহত হয়েছে।