Kaushiki Amavasya | কৌশিকী অমাবস্যায় সূর্য ও চন্দ্রের সংযোগে সুবিধার মুখে ৩ রাশি! হবে ধন-সুখ-শান্তি লাভ!

Friday, August 22 2025, 11:29 am
Kaushiki Amavasya | কৌশিকী অমাবস্যায় সূর্য ও চন্দ্রের সংযোগে সুবিধার মুখে ৩ রাশি! হবে ধন-সুখ-শান্তি লাভ!
highlightKey Highlights

আজ কৌশিকী অমাবস্যা। ‘তারা রাত্রি’র বিশেষ মাহাত্ম্য রয়েছে তন্ত্রসাধনা থেকে আধ্যাত্মিক জগতে।


আজ কৌশিকী অমাবস্যা। ‘তারা রাত্রি’র বিশেষ মাহাত্ম্য রয়েছে তন্ত্রসাধনা থেকে আধ্যাত্মিক জগতে। সেই সঙ্গে এদিন সূর্য ও চন্দ্রের সংযোগে বিশেষ সুবিধার মুখে ৩ রাশি। জ্যোতিষশাস্ত্র বলছে, সিংহ রাশির জাতক জাতিকাদের পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ হবে যা আর্থিক সংকটের অবসান ঘটাবে। মানসিক শান্তি লাভ হবে। তুলা রাশির জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। আর্থিক অবস্থা আগের তুলনায় ভালো হবে। সুখ ও শান্তি বজায় থাকবে। মীন রাশির জাতক ও জাতকদের বিবাহিত জীবনে সম্পর্কের উন্নতি হবে এবং বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File