Odisha | কালাজাদু করার সন্দেহে যুবককে শ্বাসরোধ করে খুন! কেটে নেওয়া হলো পুরুষাঙ্গও!
Monday, August 4 2025, 8:35 am

ওড়িশায় নৃশংস খুন! কালাজাদু করার সন্দেহে এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো গ্রামবাসীদের বিরুদ্ধে।
ওড়িশায় নৃশংস খুন! কালাজাদু করার সন্দেহে এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো গ্রামবাসীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিযোগ ওই যুবকের পুরুষাঙ্গও কেটে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে ওড়িশার গজপতি জেলার মালাসপদার গ্রামের বাসিন্দারা গোপাল নামের ওই ব্যক্তিকে খুন করে হারভাঙি নামে এক বাঁধে ফেলে দেয়। রবিবার সেই দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।