জগন্নাথ মন্দির

Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরে নেই কোনও গোপন কুঠুরি! জানালেন ওড়িশার মন্ত্রী

Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরে নেই কোনও গোপন কুঠুরি! জানালেন ওড়িশার মন্ত্রী
Key Highlights

ওড়িশার মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সাফ জানিয়ে দেন, পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কোনও গোপন কুঠুরি নেই।

পুরীর জগন্নাথ মন্দিরের গোপন কুঠুরি নিয়ে নানান কাহিনী, জল্পনা শোনা যায়। তবে ওড়িশার মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সাফ জানিয়ে দেন, পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কোনও গোপন কুঠুরি নেই। তাঁর দাবি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরীর রত্নভাণ্ডারে যে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সার্ভে বা জিপিআর সমীক্ষা চালিয়েছে, সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোপন কোনও কুঠুরির অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রত্নভাণ্ডারের সিন্দুকে সামান্য ফাটল দেখা গিয়েছে। আপাতত এএসআইয়ের লক্ষ্য সেই ফাটল মেরামত করা।