Puri Jagannath Dham | পুরীর জগন্নাথের আচার-অনুষ্ঠানের ওপর কপিরাইট চাইছে ওড়িশা সরকার!

বাংলা ও ইসকনের সঙ্গে এই বিরোধের মধ্যে জগন্নাথের আচার-অনুষ্ঠানের উপর কপিরাইট দাবি করতে চলেছে ওডিশা সরকার।
দিঘা এবং পুরীর জগন্নাথ ধাম নিয়ে বাংলা ও পুরী কতৃপক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে জগন্নাথের আচার অনুষ্ঠানের উপর কপিরাইট দাবি করতে চলেছে ওডিশা সরকার। রবিবার সংবাদ সংস্থা PTIকে পুরীর রাজা দিব্যসিং দেব জানিয়েছেন, ‘বছরের নানা সময়ে ইসকন রথযাত্রা এবং স্নানযাত্রা উদযাপন করছে। দিঘা মন্দিরকে জগন্নাথ ধাম হিসেবে ঘোষণা করা হচ্ছে। বিশ্বব্যাপী ভগবান জগন্নাথের প্রত্যেক ভক্তের জন্য এগুলি অত্যন্ত উদ্বেগের বিষয়। এগুলি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং প্রাচীন ঐতিহ্যের ঘোরতর লঙ্ঘন।’