Odisha Gopalpur Beach | ওড়িশার সমুদ্র সৈকতে প্রেমিকের হাত-পা বেধে তার সামনেই গণধর্ষণ প্রেমিকাকে!
Tuesday, June 17 2025, 8:21 am
Key Highlightsযুবককে মারধর করে পরে দড়ি দিয়ে হাত পা বেঁধে দিয়ে তার সামনেই ধর্ষণ করা হয় যুবতীকে।
সমুদ্র সৈকতে প্রেমিকের হাত পা বেধে রেখে তার সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠলো ওড়িশায়! জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে গিয়েছিলেন স্নাতক স্তরের পড়ুয়া বছর কুড়ির ওই যুবতী ও তাঁর প্রেমিক। অভিযোগ, সেখানেই তাঁদের একা পেয়ে ধাওয়া করে ১০ জন যুবক। এরপর যুবতীকে টানাটানি শুরু করলে তার প্রেমিক বাধা দিতে যায়। কিন্তু ওই যুবককে মারধর করে পরে দড়ি দিয়ে হাত পা বেঁধে দিয়ে তার সামনেই ধর্ষণ করা হয় যুবতীকে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ অভিযুক্তকে আটক করা হয়েছে। পলাতক ২ জন।

