দেশসাইক্লোনের তান্ডবকে একদিকে রেখে কোভিড আক্রান্ত রাজ্যে অক্সিজেন সরবরাহ করছে ওড়িশা প্রশাসন
একদিকে গোটা দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে মারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ; অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় লাল সতর্কতা জারি হলেও মূলত সাইক্লোনের তান্ডব চললো ওড়িশায়। এমত অবস্থায় ওড়িশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েকের নেতৃত্বে প্রশাসন, সেনা এবং উদ্ধারকারী দলের সাহায্যে জোরকদমে চলছে উদ্ধারকার্য। পাশাপাশি করোনা রোগীদের অক্সিজেনের সমস্যা মেটাতে সঠিক সময়মত অক্সিজেন সরবরাহও করে চলেছে। এই নিয়ে গত ৩৪ দিনে অক্সিজেনের ঘাটতি থাকা রাজ্যগুলিতে ওড়িশা পুলিশ গ্রিন করিডরের মাধ্যমে ২২ হাজার মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছে।