ISRO | কাঙ্খিত কক্ষপথে স্থাপন করা গেলো না NVS02 নেভিগেশন স্যাটেলাইট! তবে সফল হয়েছে ইসরোর ১০০তম উৎক্ষেপণ

Monday, February 3 2025, 7:56 am
highlightKey Highlights

ইসরোর ১০০তম উৎক্ষেপণ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছিল NVS02 নেভিগেশন স্যাটেলাইট।


ইসরোর ১০০তম উৎক্ষেপণ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছিল NVS02 নেভিগেশন স্যাটেলাইট। তবে থ্রাস্টারে গলদ থাকার জন্য সেই স্যাটেলাইটটিকে কাঙ্খিত কক্ষপথে স্থাপন করা যায়নি বলে জানালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জানা গিয়েছে, উপগ্রহটি একটি উপবৃত্তাকার জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে পৃথিবীকে প্রদক্ষিণ করছে যা নেভিগেশন সিস্টেমের জন্য উপযুক্ত নয়। তবে স্যাটেলাইট সিস্টেমগুলির স্বাস্থ্য ভালো আছে। পাশাপাশি মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মিশনের আসল উদ্দেশ্যে না পৌঁছানো গেলেও ইসরোর ১০০তম উৎক্ষেপণটি সফল ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File