নেটাগরিকদের উদ্দেশে বার্তা দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত
Monday, July 19 2021, 7:14 am
Key Highlightsসম্প্রতি কয়েক মাস ধরে সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে নেট দুনিয়া-সহ বিভিন্ন মহলে তাঁর বিবাহ নিয়ে জল্পনা থেকে শুরু করে তাঁর অন্তঃসত্বার কাহিনী, ইত্যাদি নানা বিষয়ে নানারকম কথা হচ্ছিল। সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলের বহু মানুষ তাঁকে নানারকম প্রশ্ন বা কটুক্তি করলেও তিনি দীর্ঘদিন কোনো জবাব দেননি। তবে তিনি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘মানবজমিনে একটু সার দিলাম যাতে তারা বেড়ে ওঠে।’ তাঁর এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে, কোনও কটাক্ষ বা কুরুচিকর মন্তব্যই তাঁর ঔজ্জ্বল্য কমাতে পারবে না।