রাজ্য

Purulia | বসন্ত উৎসবের মুখে পুড়ে ছাই অসংখ্য পলাশ ফুলের গাছ! আগুন পুরুলিয়ার প্রায় কুড়ি বিঘে এলাকায়!

Purulia | বসন্ত উৎসবের মুখে পুড়ে ছাই অসংখ্য পলাশ ফুলের গাছ! আগুন পুরুলিয়ার প্রায় কুড়ি বিঘে এলাকায়!
Key Highlights

দোল পূর্ণিমার আগেই পুড়ে ছাই পুরুলিয়ার অসংখ্য পলাশ ফুলের গাছ!

পলাশ ফুল আর বসন্ত উৎসব ওতপ্রোত ভাবে জড়িত। বসন্ত আসতেই পুরুলিয়ার জঙ্গলমহল পলাশ ফুলে ভরে ওঠে। তা দেখতেই প্রতিবছর বসন্ত উৎসবের সময় বেশি ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। কিন্তু দোল পূর্ণিমার আগেই পুড়ে ছাই পুরুলিয়ার অসংখ্য পলাশ ফুলের গাছ! বুধবার দুপুরে হঠাৎ আগুন লেগে যায় পুরুলিয়ার হুড়া থানা এলাকার ফুফুন্দিতে। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। জানা গিয়েছে, প্রায় কুড়ি বিঘে এলাকা আগুনে পুড়ে গিয়েছে। ওই জঙ্গলে কোনও পশুপাখি না থাকায় কোনও বন্যপ্রাণের হতাহতের খবর নেই।