শহর কলকাতা

Behala | শেল্টারে পরে অসংখ্য কুকুর, বিড়ালের হাত,পা কাটা দেহ! বেহালায় শেল্টারের নামে মাংস পাচার চক্র?

Behala | শেল্টারে পরে অসংখ্য কুকুর, বিড়ালের হাত,পা কাটা দেহ! বেহালায় শেল্টারের নামে মাংস পাচার চক্র?
Key Highlights

শেল্টারে ঢুকতে দেখতে পান, চারিদিকে রক্ত, একাধিক মৃত কুকুর এবং বিড়ালের বাচ্চা পড়ে, এমনকি একাধিক কুকুরের শাবকদের বডি পার্টস কাটা অবস্থায় পড়েছিল অনেক জায়গায়।

বেহালার পর্ণশ্রী সাগর মান্না রোডের একটি বাড়িতে দেড় মাস ধরে কুকুর এবং বিড়ালের আশ্রয় কেন্দ্র চালাচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। কিন্তু প্রতিবেশীদের অভিযোগ, শেল্টারের ভিতর থেকে পচা গন্ধ বেরচ্ছিল। পরে জোর করে শেল্টারে ঢুকে দেখা যায়, চারিদিকে রক্ত, একাধিক মৃত কুকুর-বিড়ালের বাচ্চা পড়ে, একাধিক কুকুরের বডি পার্টস কাটা অবস্থায় পড়েছিল অনেক জায়গায়। ইতিমধ্যে পর্ণশ্রী থানার তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে বলে খবর। কাউন্সিলর সঞ্চিতা মিত্রর সন্দেহ, ওই শেল্টার থেকে কুকুর,বিড়ালের মাংস পাচার হত!