NSG at Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরে এনএসজি কমান্ডোর নজরদারি! রয়েছে কোনও হামলার আশঙ্কা?
Tuesday, May 6 2025, 1:51 pm
Key Highlightsপুরীর পুলিশ প্রধান বিনীত অগরওয়াল জানিয়েছেন, 'এদিন জগন্নাথ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন এনএসজি কমান্ডোর চার সদস্যের প্রতিনিধিদল।'
যেন বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা, বুধবার দেশজুড়ে মহড়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে দফায় দফায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী, তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদি। এই আবহে পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল এনএসজি কমান্ডোর নজরদারি! এই প্রসঙ্গে পুরীর পুলিশ প্রধান বিনীত অগরওয়াল জানিয়েছেন, “এদিন জগন্নাথ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন এনএসজি কমান্ডোর চার সদস্যের প্রতিনিধিদল। প্রতি বছরের মতোই নিয়ম মাফিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন ওই প্রতিনিধিদল।”
- Related topics -
- দেশ
- ভারত
- পুরী
- জগন্নাথ মন্দির
- মন্দির
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- এনএসজি

