Zoho-Ulaa Browser | প্রাইভেসিতে Google Chrome-কে টেক্কা দিচ্ছে উলা ব্রাউজার! নয় চমক Zoho-র

জোহো একের পর এক নতুন অ্যাপ সামনে নিয়ে আসছে। কয়েকদিন আগেই সামনে এসেছিল আরাটটাই নামের এক কলিং ও মেসেজিং অ্যাপ। যে অ্যাপ হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে।
টেকনোলজির দুনিয়ায় বিপ্লব এনেছে ভারতীয় টেক সংস্থা জোহো। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই জানিয়েছেন এবার থেকে তিনি বিদেশি সংস্থার প্রেজেন্টেশোনের বদলে জোহোতেই প্রেজেন্টেশন তৈরি করবেন। এবার সামনে এল জোহোর উলা ব্রাউজার। উলাতে পাঁচটি বিশেষ প্রোফাইল মোড রয়েছে: Work, Personal, Kids, Developer আর Open Season মোড। এই ব্রাউজারে (কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্চ সিস্টেম)ও রয়েছে। ভারত সরকারের Indian Web Browser Development Challengeও জিতেছে উলা। প্রাইভেসিতে গুগল ক্রোমকে টেক্কা দিচ্ছে উলা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- দেশ
- অশ্বিনী বৈষ্ণব
- গুগল ক্রোম
- গুগল
- ওয়েব ব্রাউজার