Aadhar Card | এবার প্রাইভেট সংস্থাগুলিও আধার যাচাইকরণ করতে পারবে! আধার সংক্রান্ত একটি বড় নিয়ম বদল
Tuesday, February 4 2025, 12:50 pm
![highlight](/img/target.png)
এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্যে আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে।
আধার সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্যে আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। তথ্য প্রযুক্তি মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতেই এই উদ্যোগ। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, আধার অথিন্টেকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দফতর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে সবচ্ছতা থাকবে।
- Related topics -
- দেশ
- ভারত
- আঁধার কার্ড
- কেন্দ্রীয় সরকার
- অন্যান্য