HMPV | এবার ভারতে HMPV পজিটিভ ৮০ বছরের এক বর্ষীয়ান! কাদের এই ভাইরাস থেকে ঝুঁকি বেশি?
গুজরাটের এই বাসিন্দাকে বুধবারই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, তাঁর উপসর্গগুলির সঙ্গে HMPVর উপসর্গ মিলতেই তাঁর টেস্ট করানো হয়। আর টেস্টে তিনি পজিটিভ হন।
এখনও পর্যন্ত কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাটে মিলেছে HMPV আক্রান্তের হদিশ। কিন্তু এরা সকলেই শিশু। এবার ভারতে HMPV আক্রান্ত ৮০ বছর বয়সী এক বর্ষীয়ান! জানা গিয়েছে, গুজরাটের এই বাসিন্দাকে বুধবারই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, তাঁর উপসর্গগুলির সঙ্গে HMPVর উপসর্গ মিলতেই তাঁর টেস্ট করানো হয়। আর টেস্টে তিনি পজিটিভ হন। মূলত এই ভাইরাস নিয়ে ঝুঁকি রয়েছে শিশু ও বর্ষীয়ানদের। এছাড়াও গর্ভবতী মহিলা বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদেরও সাবধান থাকতে বলা হচ্ছে।