ISRO Space Station | ইসরোর স্পেস স্টেশন থেকে কেবল ভারতই নয়, উপকৃত হবে গোটা বিশ্ব!
Thursday, July 18 2024, 3:44 am
Key Highlightsনিজস্ব স্পেস স্টেশন তৈরী করার কথা আগেই জানিয়েছিল ইসরো। এতে কেবল ভারতই নয়, উপকৃত হবে গোটা দুনিয়া।
নিজস্ব স্পেস স্টেশন তৈরী করার কথা আগেই জানিয়েছিল ইসরো। এতে কেবল ভারতই নয়, উপকৃত হবে গোটা দুনিয়া। কারণ লোয়ার আর্থ অরবিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন যেমন আছে, ভারতের স্পেস স্টেশন ঠিক সেই একইরকম পজিশনে থাকবে। ভারতের স্পেস স্টেশনের ইনক্লাইনেশন ৫১.৫ ডিগ্রি হবে। ফলে স্পেস স্টেশনটি পৃথিবীর ৯০ শতাংশ জায়গার ওপর নজর রাখতে পারবে। ফলে এতে সব দেশেরই লাভ হবে। যদিও উত্ক্ষেপণের পর স্পেস স্টেশনকে কক্ষপথে এই অ্যাঙ্গেলে রাখতে গেলে অনেক জটিল অঙ্ক কষতে হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- মহাকাশ

