Oscar 2025 | কেবল ইমন চক্রবর্তীই নয়, অস্কার নমিনেশন নাম বাংলার আরও ৫ সংগীতশিল্পীর

Wednesday, December 4 2024, 1:12 pm
highlightKey Highlights

অস্কার ২০২৫ এ নমিনেশন তালিকায় কেবল বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীই নন, বাংলার মোট পাঁচ জন সংগীতশিল্পীও স্থান পেয়েছেন।


অস্কার ২০২৫ এ নমিনেশন তালিকায় কেবল বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীই নন, বাংলার মোট পাঁচ জন সংগীতশিল্পীও স্থান পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সঙ্গীত পরিচালক। সেরা মৌলিক গানের জন্য ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ব্য়ালটের মধ্যে থাকা 'ইতি মা' এবং ''ইশক ওয়ালা ডাকু' এই দুটি গানের পিছনে আছেন বাংলার ৫ সঙ্গীতশিল্পী সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File