HMPV | একজন নয়, HMPVতে আক্রান্ত ভারতের দুটি শিশু! কারোরই নেই বিদেশ ভ্রমণের ইতিহাস! কীভাবে শরীরে এলো চিনা ভাইরাস?

Monday, January 6 2025, 11:49 am
highlightKey Highlights

আরও এক শিশু HMPVতে আক্রান্ত হয়েছে। দ্বিতীয় শিশুকন্যার বয়স তিন মাস।


একজন নয়, HMPVতে আক্রান্ত ভারতের দুটি শিশু! কর্নাটকেই দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলেছে। সোমবার সকালেই দেশে প্রথম HMPV আক্রান্তের খোঁজ মেলে। জানা যায়, আট মাসের এক শিশু চিনা এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিছুক্ষণ পরই জানা যায়, ওই হাসপাতালেই আরও এক শিশু HMPVতে আক্রান্ত হয়েছে। দ্বিতীয় শিশুকন্যার বয়স তিন মাস। ব্রঙ্কোনিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিন মাসের শিশুকন্যা। উল্লেখ্য, আক্রান্ত দুই শিশুর কারোরই বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File