Sikkim Landslide । উত্তর সিকিমে ধস ! পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়লো পাথর, আতঙ্কে পর্যটকেরা
Tuesday, October 22 2024, 2:21 pm
Key Highlightsফের ধস নামল উত্তর সিকিমের চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তায়। ধসের কারণে বন্ধ হলো রাস্তা , ব্যাহত যান চলাচল।
কালীপুজোর মুখে ফের ধসে ক্ষতিগ্রস্ত হলো উত্তর সিকিম । ধস নামল চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তায়। মঙ্গলবার হঠাৎ পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে পড়ে চুংথাং থেকে লাচুংগামী সড়কের উপর, তার জেরেই ঘটে বিপত্তি। ইতিমধ্যেই তুষারপাত দেখতে দূরদূরদূরান্ত থেকে সিকিমে জড়ো হয়েছে পর্যটকেরা। এই পরিস্থিতিতে যান চলাচল বন্ধ হওয়ায় কপালে হাত ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষের। ইতিমধ্যেই পুরো এলাকা পরিদর্শন করে ধস পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন।

