North Korea | ইরান-ইসরায়েলের সংঘর্ষের মধ্যেই এবার মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া!

Thursday, June 19 2025, 1:19 pm
North Korea | ইরান-ইসরায়েলের সংঘর্ষের মধ্যেই এবার মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া!
highlightKey Highlights

আজ বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।


ইরান ইসরায়েলের সংঘর্ষের আবহে এবার মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া! আজ বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এই খবর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানালেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উত্তর কোরিয়া যেসব মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। প্রসঙ্গত, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File