North Bengal | বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভেঙে পড়েছে হলং সেতু, জলের তলায় জলদাপাড়া টুরিস্ট লজও

Sunday, October 5 2025, 1:19 pm
highlightKey Highlights

জলদাপাড়ার হলং কার্যত জলের নীচে। অরণ্য রিসর্টে আটকে অনেকে। ডুয়ার্সে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকেরা।


উত্তরবঙ্গের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। পাহাড় নদী সহ বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ জঙ্গল। গরুমারা, জলদাপাড়ার অবস্থা ভয়াবহ। জলদাপাড়ার হলং সেতু ভেঙে পড়েছে। কাঠের সেতু ছাপিয়ে পাহাড়ি নদীগুলির জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিজনবাড়ি সেতুর নীচ দিয়ে বইছে জলের স্রোত। এলাকা কার্যত জলে ডুবে গিয়েছে। ডুয়ার্সে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকেরা। অরণ্য রিসর্টে আটকে অনেকে। জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণও। গন্ডার, হাতি ভেসে যাচ্ছে জলে। জিটিএ-এর তরফে ২০ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। নিখোঁজ বহু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File