রাজ্য

North Bengal | টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুঁসছে পাহাড়ি নদী, সেন্ট্রাল ডুয়ার্সে বিচ্ছিন্ন যোগাযোগ

North Bengal | টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুঁসছে পাহাড়ি নদী, সেন্ট্রাল ডুয়ার্সে বিচ্ছিন্ন যোগাযোগ
Key Highlights

তিস্তা, কালানদি, পানা, বাসরা, কালিঝোরা সহ একাধিক পাহাড়ি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।

একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গে জনজীবন কার্যত বিপর্যস্ত। পাহাড়ি অঞ্চল ও ডুয়ার্সে তিস্তা, কালানদি, পানা, বাসরা, কালিঝোরা সহ একাধিক পাহাড়ি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভুটান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় নদীর জলের স্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এ পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও আশেপাশের বসতিপাড়া জেলা সদরসহ আশেপাশের এলাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল, বাজার, হাসপাতাল, রোগী পরিবহন থেকে শুরু করে জরুরি সরবরাহ ব্যাহত হচ্ছে।