Bank Strike | কমিশনারের সাথে বৈঠকের পরই ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার, আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা
Friday, March 21 2025, 6:04 pm

আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ মার্চ স্বাভাবিক থাকবে পরিষেবা।
কর্মী নিয়োগ বন্ধ হয়েছে ব্যাংকে। এর জেরে কাস্টমারদের পরিষেবা দিতে ওভারটাইম করতে হচ্ছে কর্মীদের। এছাড়াও পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। একগুচ্ছ দাবি নিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের সদস্যরা ধর্মঘটে বসেছিলেন। শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। কমিশনার ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। আগামী ২৪ ও ২৫ মার্চ পরিষেবা স্বাভাবিক থাকবে।
- Related topics -
- দেশ
- এসবিআই
- ধর্মঘট
- ব্যাঙ্ক ধর্মঘট
- পশ্চিমবঙ্গ
- ভারত