
ভারতের বাজারে ল্যাপটপ লঞ্চ করতে চলেছে নোকিয়া। পোশাকি নাম Nokia PureBook X14। Intel Core i5 প্রসেসরের সঙ্গে Dolby Atmos ও Dolby Vision পাওয়া যাবে এই ল্যাপটপে। ল্যাপটপের ওজন তুলনামূলক অনেক কম হবে বলে জানিয়েছে সংস্থা । ল্যাপটপের ওজন প্রায় ১.১ কিলোগ্রাম। ভারতেই প্রথম লঞ্চ হবে এই ল্যাপটপ। এটিই নোকিয়ার প্রথম ল্যাপটপ। দাম কত হতে পারে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। কবে লঞ্চ হবে সেই দিনক্ষণও জানায়নি সংস্থা।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।