দেশ

Digital Arrest | ডিজিটাল অ্যারেস্ট গোটা পরিবার! ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নিলো প্রতারক!

Digital Arrest | ডিজিটাল অ্যারেস্ট গোটা পরিবার! ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নিলো প্রতারক!
Key Highlights

প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ কোটি টাকার বেশি খোয়ালেন নয়ডার চন্দ্রভান পালিওয়ালের পরিবার।

ডিজিটাল অ্যারেস্ট গোটা পরিবার! ১ কোটি টাকার বেশি খোয়ালেন নয়ডার চন্দ্রভান পালিওয়ালের পরিবার। গত ১ ফেব্রুয়ারি চন্দ্রভানের কাছে অজানা নম্বর দিয়ে এক ব্যক্তি ফোন করে বলেন, টেলিকম রেগুলাটরি অথরিটির সঙ্গে যোগাযোগ না করলে তাঁর সিম কার্ড ব্লক করে দেওয়া হবে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগগুলি মুম্বইয়ের সাইবার ক্রাইম ব্রাঞ্চ দেখছে। এরপর নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে আরেক ব্যক্তি ভিডিও কল করে চন্দ্রভান ও তাঁর পরিবারকে ডিজিটাল অ্যারেস্ট করে। 'মুক্তি' পেতে প্রতারককে পাঁচদিনে ১ কোটি ১০ লক্ষ টাকা দেন চন্দ্রভান।