Noida | ঘন কুয়াশার জেরে দুর্ঘটনা, ৭০ ফুট গভীর নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের

Sunday, January 18 2026, 2:43 pm
Noida | ঘন কুয়াশার জেরে দুর্ঘটনা, ৭০ ফুট গভীর নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের
highlightKey Highlights

কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবরাজ। কুয়াশার কারণে সামনের রাস্তা কার্যত অদৃশ্য ছিল।


দিল্লি এবং সংলগ্ন এলাকায় চলছে ঘন কুয়াশার দাপট। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। মৃত যুবকের নাম যুবরাজ মেহতা (২৭)। শুক্রবার রাতে কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নয়ডার সেক্টর ১৫০ এর কাছে সার্ভিস রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু বাঁধে ধাক্কা মেরে গভীর খাদে পড়ে যায়। গাড়ি ডুবতে শুরু করলে আতঙ্কিত যুবরাজ বাবাকে ফোন করে আর্তনাদ করে ওঠেন, "বাবা, আমি জলে ডুবে যাচ্ছি। আমায় বাঁচাও, আমি মরতে চাই না।" প্রায় পাঁচ ঘণ্টার দীর্ঘ তল্লাশির পর গাড়ি ও যুবরাজের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File