শহর কলকাতা

Rooftop Cafe | ছাদের ওপর নতুন রুফটপ ক্যাফে বানানো যাবে না! -নির্দেশ কলকাতা পুরনিগমের

Rooftop Cafe | ছাদের ওপর নতুন রুফটপ ক্যাফে বানানো যাবে না! -নির্দেশ কলকাতা পুরনিগমের
Key Highlights

নতুন করে যাতে ছাদের উপরে কোনও রেস্তোরাঁ না তৈরি হতে পারে, সেই ব্যবস্থা শুরু করেছে পুরনিগম।

ইতিমধ্যেই কলকাতার বুকে বন্ধ করা হয়েছে একশো ছুঁই ছুঁই রুফটপ রেস্তোরাঁ। এবার কলকাতা পুরনিগমের নয়া নির্দেশে মাথায় হাত নতুন ক্যাফে মালিকদের। নতুন করে ছাদের উপরে কোনও রেস্তোরাঁ যাতে তৈরি না হতে পারে, তাঁর জন্যে ব্যবস্থা নিচ্ছে পুরনিগম। পুর কমিশনার ধবল জৈনের তরফ থেকে আইজি রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ, কমিশনার স্ট্যাম্প রেভিনিউ এবং ডিরেক্টরেট রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউকে চিঠি দিয়ে নপটুন রেজিস্ট্রেশন বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট অংশে মিউটেশন পদ্ধতি বন্ধ করা হয়েছে।