Kolkata Metro | দোলের দিন সকালে পাবেন না মেট্রো পরিষেবা! জেনে নিন সময়সূচি

দোলের দিন সকালে পাবেন না মেট্রো। পরিষেবা শুরু হবে ২ টোরও পর।
এবছর দোল পূর্ণিমা এবং হোলি একই দিনে অর্থাৎ শুক্রবার পড়েছে। অধিকাংশ অফিস, স্কুল, কলেজ বন্ধ। ফলে যাত্রীসংখ্যাও তুলনামূলকভাবে কম হবে বলে অনুমান। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২:৩০এ। কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে। দোলযাত্রার দিন মাত্র ৬০টি মেট্রো যাতায়াত করবে। শুক্রবার এসপ্ল্যানেড থেকে হাওড়া রুট এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটেও প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। অরেঞ্জ এবং পার্পল লাইনে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে।