Kartik Maharaj | বৃহস্পতিবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে নেওয়া হবে না কোনও আইনি পদক্ষেপ, জানিয়ে দিলো হাইকোর্ট!

বৃহস্পতিবার পর্যন্ত ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না।
বৃহস্পতিবার পর্যন্ত ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না, এদিন এমনটাই জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, নিজের অসুস্থতার কারণে তিনি এ দিন মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আগামিকাল মামলার শুনানি হবে। উল্লেখ্য, কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক মহিলা। এদিকে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কার্তিক মহারাজ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- ক্রাইম
- ধর্ষণ