Champions Trophy 2025 | স্টেডিয়ামে নেই ভারতের পতাকা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের বিতর্কে জড়াল পাকিস্তান!

করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রত্যেক দলের পতাকা উড়তে দেখা গেলেও তাৎপর্যপূর্ণভাবে সেখানে নেই ভারতের পতাকা!
আগামী বুধবার থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলির অনেকেই পৌঁছে গিয়েছে আয়োজক দেশ পাকিস্তানে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ফের একবার বিতর্কের মুখে পাক। সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রত্যেক দলের পতাকা উড়তে দেখা গেলেও তাৎপর্যপূর্ণভাবে সেখানে নেই ভারতের পতাকা! অনেকের দাবি, ভারত যেহেতু পাকিস্তানে খেলবে না সেই জন্যই হয়তো পতাকা রাখা হয়নি। আবার অনেকের মত, অংশগ্রহণকারী প্রত্যেক দেশের পতাকাই স্টেডিয়ামে রাখা উচিত।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- চ্যাম্পিয়ন্স ট্রফি
- পাকিস্তান