গণতান্ত্রিক পদ্ধতি নয়, পরিষদীয় ব্যবস্থাই চালু হবে আফগানিস্তানে, ইঙ্গিত তালিবানের শীর্ষ নেতার
Thursday, August 19 2021, 6:03 am

এক সাক্ষাৎকারে তালিবানের শীর্ষ নেতা হাইবাতুল্লা আখুন্দজাদা জানিয়েছেন, “গণতান্ত্রিক পদ্ধতি একেবারেই নয়। কারণ আমাদের দেশে সেই ভিত্তি নেই। তবে আফগানিস্তানে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা জারি হবে তা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে; শরিয়া আইন এবং এটাই শেষ কথা।” তারা ইতিমধ্যেই আফগান সেনা এবং পাইলটদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নতুন তালিবান সেনাবাহিনী গড়ে তুলতে চলেছেন। পরিষদীয় ব্যবস্থা চালু হলে প্রধান দায়িত্বে থাকতে পারেন আখুন্দজাদা।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- তালিবান
- সেনাবাহিনী