Bangladesh Chinmoy Krishna Das । মিললো না জামিন, ফের কারাগারবাসী চিন্ময়কৃষ্ণ
কারাগারেই থাকতে হচ্ছে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের আদালত।
পদ্মাপাড়ে অশান্ত বাংলাদেশ। বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণর জামিনের শুনানিতে অংশ নেওয়ার জন্য অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১জন আইনজীবীর এ দিন চট্টগ্রাম আদালতে আসে। তাঁরা আদালতে চিন্ময়কৃষ্ণর জামিনের আর্জি জানান। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। অতএব কারাগারেই থাকতে হচ্ছে চিন্ময়কৃষ্ণ দাসকে। উল্লেখ্য, গত বছর ২৫ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়। তারপরই গ্রেপ্তার করা হয় তাঁকে।
- Related topics -
- বাংলাদেশ
- চিন্ময়কৃষ্ণ
- বাংলাদেশ পুলিশ
- জামিন
- জামিন খারিজ