Paris Paralympic 2024 | প্যারিস প্যারালিম্পিকে ভারতের গৌরব অক্ষুণ্ণ, ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার
এসএল৩ ক্যাটাগরিতে সোমবার ব্রিটিশ প্যারা শাটলার ড্যানিয়েল বেথেলকে হারিয়ে সোনার পদক জিতলেন নীতেশ।
প্যারালিম্পিকে দ্বিতীয় সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন প্যারা শাটলার নীতেশ কুমার। এসএল৩ ক্যাটাগরিতে সোমবার ব্রিটিশ প্যারা শাটলার ড্যানিয়েল বেথেলকে হারিয়ে সোনার পদক জিতলেন নীতেশ। নীতেশ প্রথম গেম ২১.১৪এ জেতেন। দ্বিতীয় গেমে দারুণ ভাবে ফিরে আসেন বেথেল। দ্বিতীয় গেম ড্যানিয়েল বেথেল জিতে নেন ২১.১৮এ। শেষমেশ নীতেশ জিতে নেন ২৩.২১এ। উল্লেখ্য, এই নিয়ে চলতি প্যারিস প্যারালিম্পিকে মোট ৯টি পদক জিতলো ভারত।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স