Bihar Cabinet | আজ নীতীশ কুমারের শপথ গ্রহণ, দশমবারের জন্যে বিহারের কুর্সিতে বসে গড়ছেন রেকর্ড

উপ মুখ্যমন্ত্রিত্ব, বিধানসভার অধ্যক্ষ এবং মন্ত্রী পদের নাম, সংখ্যা নিয়ে দুরন্ত দড়ি টানাটানি চলছে এনডিএ-র অন্দরে।
আজ রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ১০ম বারের জন্য ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে বসবেন নীতীশ কুমার। নীতীশ কুমারের সঙ্গে ২২ জন মন্ত্রীও মন্ত্রিপদে শপথ নিতে পারেন। শোনা যাচ্ছে, আগের সরকারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমারই এবারও একই পদ পাবেন। BJP থেকে প্রায় ১৫-১৬ জন এবং নীতীশের দল JDU থেকে ১৪ জন মন্ত্রী হতে পারেন। ১৯টি আসনে জেতা চিরাগ পাসোয়ানের LJD তিনটি মন্ত্রিপদ পেতে পারে। জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা একটি করে মন্ত্রিপদ পেতে পারে।
- Related topics -
- রাজনৈতিক
- দেশ
- রাজনীতিবিদ
- রাজনীতি
- বিহার
- নীতিশ কুমার
- মন্ত্রীমহল
