মধ্যবিত্তের চার চাকা গাড়ির সখ পূর্ণ করতে আসছে Nissan Magnite, দাম মাত্র ৫ লাখ টাকা।

Monday, December 7 2020, 11:53 am
highlightKey Highlights

মধ্যবিত্তের চার চাকা গাড়ির সখ পূর্ণ করতে এবার মাত্র লাখ পাঁচেক টাকাতেই পাবেন SUV-র মতো বড় গাড়ি। প্রথমত, দাম সাধ্যের মধ্যে দ্বিতীয়ত রয়েছে অত্যাধুনিক ফিচার। ১০০০ সিসির ইঞ্জিন থেকে পাওয়া যাবে ৭১ বিএইচপির ম্যাক্স পাওয়ার ও ৯৬ এনএম এর ম্যাক্স টর্ক। টার্বো ভেরিয়েন্ট থেকে ৯৯ বিএইচপির ম্যাক্স পাওয়ার ও ১৬০ এনএমের ম্যাক্স টর্ক। প্রথম ইঞ্জিনে ১৮ ও দ্বিতীয় ইঞ্জিনে ২০ কিমি পর্যন্ত মাইলেজ দেবে।গাড়ির চাকা বেশ মোটা ফলে দুর্ঘটনা এড়িয়ে যাবে। সিট বেল্ট না পরলে, দরজা খোলা থাকলে গাড়িই আপনাকে জানিয়ে দেবে। তার সঙ্গে টেইল গেট খোলা রাখলেও জানাবে গাড়ি। সর্বোচ্চ মডেলের দাম প্রায় ৯.৮৭ লাখ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File