Nipah Virus | নিপা ভাইরাস দমনে নয়া গাইডলাইন প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর

Friday, January 16 2026, 4:44 pm
Nipah Virus | নিপা ভাইরাস দমনে নয়া গাইডলাইন প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর
highlightKey Highlights

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঁচ সদস্যের চিকিৎসক দল তৈরি করেছে নিপা ভাইরাসের নয়া গাইডলাইন।


শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের ৫ সদস্যের চিকিৎসক দল নিপা ভাইরাসের নয়া গাইডলাইন তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, নিপা আক্রান্ত হলে ২১ দিনের নিভৃতবাস আবশ্যিক। শরীরের বাইরে মাত্র পাঁচ মিনিট থেকে ঘন্টা দুয়েকই বাঁচতে পারে ভাইরাস। চড়া রোদে দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়। জনস্বাস্থ‌্য আধিকারিক ডা. অনির্বাণ দলুইয়ের আশ্বাস, ‘‘যাঁরা আক্রান্তের সংস্পর্শে এসেছেন তাঁদের ছাড়া কারও ভয় পাওয়ার কিচ্ছু নেই। করোনার মতো ছড়ায় না নিপা ভাইরাস। শুধুমাত্র আক্রান্ত ব‌্যক্তির লালারস, হাঁচি কাশির ড্রপলেট থেকেই তা ছড়াতে পারে।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File