রাজ্য

UGC NET 2025 | UGC-NETএ বাজিমাত দুই বঙ্গ তনয়ার! শীর্ষস্থান পেলেন কাটোয়ার নিলুফা ও মধ্যমগ্রামের রিক্তা!

UGC NET 2025 |  UGC-NETএ বাজিমাত দুই বঙ্গ তনয়ার! শীর্ষস্থান পেলেন কাটোয়ার নিলুফা ও মধ্যমগ্রামের রিক্তা!
Key Highlights

UGC-NET(JRF) অল ইন্ডিয়া র‍্যাঙ্কে একেবারে পয়লা স্থান অধিকার করলেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন ও মধ্যমগ্রামের বাসিন্দা রিক্তা চক্রবর্তী।

সর্বভারতীয় ইউজিসি নেটে নজির গড়লেন দুই বঙ্গ কন্যা। এবছর UGC-NET(JRF) অল ইন্ডিয়া র‍্যাঙ্কে একেবারে পয়লা স্থান অধিকার করলেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন। তাঁর প্রাপ্ত নম্বর ১০০ পারসেন্টাইল। নিলুফা আগেও দু’বার এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু তাতে সাফল্য মেলেনি। তবে ভেঙে পড়েননি তিনি। অন্যদিকে,একই পরীক্ষায় দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছেন মধ্যমগ্রামের বাসিন্দা রিক্তা চক্রবর্তী। তিনি সর্বভারতীয় স্তরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে দ্বিতীয় হয়েছেন। দুটি পেপার মিলিয়ে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৯৯ শতাংশ।