বিয়ের সাজে চোখ ধাঁধিয়ে দিলেন সঙ্গীতশিল্পী ইমন, তাকে ঘিরে রইলেন টলিউডের নক্ষত্ররা
Wednesday, February 3 2021, 11:07 am
Key Highlightsসঙ্গীতশিল্পী ইমনের শুভ পরিণয়। বিয়ের সাঁঝের সাজে চোখ ধাঁধিয়ে দিলেন গায়িকা। বিয়ের সাজে জ্যোৎস্না ছড়ালেন ইমন, তাকে ঘিরে রইলেন নক্ষত্ররা সঙ্গীতশিল্পীর বিয়ের সন্ধেয় বসেছিল চাঁদের হাট। কনের সঙ্গে গানের জগতের দুই নক্ষত্র - উপল ও সোমলতা। বিয়ের সাজে জ্যোৎস্না ছড়ালেন ইমন, তাকে ঘিরে রইলেন নক্ষত্ররা বিয়ের আসরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, স্ত্রী মিথিলা ও কন্যা। বিয়ের সাজে জ্যোৎস্না ছড়ালেন ইমন, তাকে ঘিরে রইলেন নক্ষত্ররা শিল্পী জয় সরকার ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে নবদম্পতি। যুগলের সাজের দায়িত্বে ছিলেন অভিষেকই।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- বিবাহ
- ইমন চ্যাটার্জী

