এবার পুজোর আগেই নিখিল জৈনের বস্ত্র বিপণনী সংস্থা রঙ্গোলি ইন্ডিয়া আনছে শাড়ির নতুন সম্ভার `মৃগতৃষ্ণা`
Saturday, August 28 2021, 2:04 pm
Key Highlights
পুজো কিংবা অন্যান্য অনুষ্ঠানে পোশাকের ক্ষেত্রে মহিলাদের প্রথম পছন্দ শাড়ি । আর সেকথা মাথায় রেখেই ব্যবসায়ী নিখিল জৈন এবার পুজোর আগে তাঁর বস্ত্র বিপণনী সংস্থা রঙ্গোলি ইন্ডিয়াতে আনতে চলেছে শাড়ির নতুন সম্ভার 'মৃগতৃষ্ণা'। রঙ্গোলি ইন্ডিয়ার তরফ থেকে মৃগতৃষ্ণা'-র প্রচারে বলা হয়েছে, ''পুজোতে আপনার সৌন্দর্যকে খুঁজে নিতে সাহায্য করতে এই নতুন ধরনের শাড়ির সম্ভার প্রতিশ্রুতিবদ্ধ''। এই শাড়ির প্রচারে বলা হয়েছে ,''সৌন্দর্য অনুসন্ধানের অন্তহীন আকাঙ্খায় আর অন্য কোথাও দৌড়ানোর দরকার নেই, এখানেই আপনাদের প্রত্যেকের জন্য সৌন্দর্যের সন্ধান রয়েছে।''
- Related topics -
- ফ্যাশন
- নিখিল জৈন
- রঙ্গোলি ইন্ডিয়া
- মৃগতৃষ্ণা
- শাড়ি