Stock Market | নতুন অর্থবর্ষের প্রথম দিনই পড়লো নিফটি ৫০-বিএসই সেনসেক্সের সূচক!

Wednesday, April 2 2025, 9:08 am
Stock Market | নতুন অর্থবর্ষের প্রথম দিনই পড়লো নিফটি ৫০-বিএসই সেনসেক্সের সূচক!
highlightKey Highlights

নতুন অর্থবর্ষের প্রথম দিনই ৩৫৩ পয়েন্ট পড়লো নিফটি ৫০ সূচক। অন্যদিকে, ১,৩৯০ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্সও।


নতুন অর্থবর্ষের প্রথম দিনই ৩৫৩ পয়েন্ট পড়লো নিফটি ৫০ সূচক। অন্যদিকে, ১,৩৯০ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্সও। ৭৩৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। ৬৭১ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ৪৪২ পয়েন্ট। ৯০৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক। এ ছাড়াও আজ পড়েছে ইউকো ব্যাঙ্ক, ওয়ানসোর্স স্পেশালিটি ফার্মা, বৈশালী ফার্মা, ডিআরসি সিস্টেমস। তবে এদিন বেড়েছে হেস্টার বায়োসাইন্সেস ও র‍্যাডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট, অরক্যাশপ এবং মানাকসিয়া অ্যালুমিনিয়ামের স্টক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট