Pahalgam Attack | পহেলগাম হামলায় জড়িত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করল NIA! প্রকাশ নামও!

কাশ্মীরের পহেলগামের বৈসরনের হামলায় জড়িত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করল NIA।
কাশ্মীরের পহেলগামের বৈসরনের হামলায় জড়িত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করল NIA। সূত্রের খবর, মঙ্গলবারের হামলার সময় কয়েকজন জঙ্গির মুখ ঢাকা ছিল। আবার কয়েকজন জঙ্গির মুখ খোলা ছিল। যাদের মুখ খোলা ছিল, তাদের কেমন দেখতে তা পর্যটকদের থেকে বিস্তারিত জেনে ওই স্কেচ করা হয়। জানা গিয়েছে, ওই স্কেচ পহেলগাম ও তার লাগোয়া এলাকা ছাড়াও জম্মু কাশ্মীরে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে NIAর পক্ষ থেকে। ওই তিন জঙ্গির নামও প্রকাশ করা হয়েছে। তাদের নাম আসিফ ফউজি, সুলেমান শাহ, আবু তালহা।