NIA | পহেলগাঁওয়ে ঠিক কী হয়েছিল? জানতে সমীর গুহ-বিতান অধিকারীদের বাড়িতে পৌঁছলো NIA!

পহেলগাঁওয়ে ঠিক কী হয়েছিল, তা জানতে এবার নিহত বাংলার তিন পর্যটকের বাড়ি পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
পহেলগাঁওয়ে ঠিক কী হয়েছিল, তা জানতে এবার নিহত বাংলার তিন পর্যটকের বাড়ি পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বেহালার সমীর গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্রদের বাড়িতে গিয়েছে এনআইএ। শনিবার দুপুরে প্রথমে বেহালার সখের বাজারে সমীর গুহর বাড়িতে যান তাঁরা। সেখানে নিহত সমীরের মেয়ে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। এরপর বিতান অধিকারীর বাড়িতে বিতানের স্ত্রী সোহিনীকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা।