কাশ্মীরে জামাতের ডেরায় জাতীয় তদন্তকারী সংস্থা-র নাকাতল্লাশি

Sunday, August 8 2021, 9:39 am
highlightKey Highlights

নাশকতামূলক কাজে মদত জোগানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির বিরুদ্ধে নাকাতল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। রবিবার সকালে তল্লাশি চালানো হয়েছে শ্রীনগর-সহ ১৪ জেলার মোট ৪৫ টি জায়গায়। ২০১৯ সালেই জামাত-ই-ইসলামি সংগঠনটিকে পাকিস্তানপন্থী এবং বিচ্ছিন্নতাকামী অবস্থানের জন্য কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ করে। রবিবার সকালে সিআরপি জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিশদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশি অভিযানে নামেন। এছাড়াও জানা যাচ্ছে শ্রীনগর, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বন্দিপোরা, অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, ডোডা, কিস্তওয়ার, রাজৌরি-সহ একাধিক জেলায় তল্লাশি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File