সৌরজগৎ

অশনিসঙ্কেত গবেষণার! ভয়ঙ্কর সৌরঝড়, ভেঙে পড়তে পারে বিশ্বের ইন্টারনেট যোগাযোগ

অশনিসঙ্কেত গবেষণার! ভয়ঙ্কর সৌরঝড়, ভেঙে পড়তে পারে বিশ্বের ইন্টারনেট যোগাযোগ
Key Highlights

আমেরিকার আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে অশনিসঙ্কেত। তাঁদের গবেষণা অনুযায়ী, ভয়ঙ্কর সৌরঝড় (‘সোলার স্টর্ম’) আসছে। বিজ্ঞানের পরিভাষায় এই সৌরঝড়ের নাম ‘করোনাল মাস ইজেকশান (সিএমই)’। গবেষকরা জানিয়েছেন, ভয়ঙ্কর সিএমই আসছে প়ৃথিবীর দিকে তার ঝাপটায় সমুদ্রের নীচ দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া ইন্টারনেটের যাবতীয় কেবলই খুব ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাববেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাসও স্থায়ী হতে পারে।