আবহাওয়াআগামী ৪৮ ঘণ্টায় বাংলায় তীব্র দাবদাহের পূর্বাভাস, কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে তাপমাত্রা
তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বুধবার কলকাতা শহরের তাপমাত্রা পৌঁছল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় আরও চরমে পৌঁছবে গরম। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুষ্ক আবহাওয়ার জেরে অস্বস্তি ক্রমশই বাড়ছে বাংলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অত্যধিক বেড়েছে। বুধবার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। প্রসঙ্গত, গত শুক্রবারের পর থেকেই তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে বলে সতর্ক করেছিল হাওয়া অফিস।