Kolkata police । জঙ্গি হামলার আবহেই বর্ষবরণের প্রস্তুতি, কড়া নজরদারি কলকাতা পুলিশের
Tuesday, December 24 2024, 8:23 am
Key Highlights
বাংলায় একের পর এক জঙ্গির গ্রেফতারির আবহেই শহরে বর্ষশেষের উৎসব। সেই আবহে এবার মহানগরে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের।
বাংলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক জঙ্গি। এদিকে শহর কলকাতায় বড়দিন এবং বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। এই আবহে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় সাদা পোশাকের পুলিশ ম্যাটয়েন করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রেখে পুলিশ মোতায়েন করা হচ্ছে মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতেও। মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া, ময়দান, পার্ক স্ট্রিটের প্রতিটি রাস্তা কন্ট্রোল রুম থেকে তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পার্কস্ট্রিট
- বড়দিন
- ক্রিসমাস
- বৌবাজার
- পার্ক হোটেল